বিসিএস পরীক্ষা ঘিরে আরএমপির বিশেষ নিরাপত্তা


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৪ মার্চ ২০১৫

আগামী ৬ মার্চ শুক্রবার রাজশাহীসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা। রাজশাহীর ২১টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ওইদিন নগরীতে নিচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

একইসঙ্গে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের দুইশ গজের মধ্যে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চারপাশে দুইশ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সভা-সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য বহন ও অস্ত্রবহন এবং চার জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হলো।

আরএমপি অধ্যাদেশ-১৯৯২ এর ২৮, ২৯ ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতা বলে আদেশ জারি করা হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নগরীতে যেসব পরীক্ষা কেন্দ্র এ আদেশের আওতায় থাকবে সেগুলো হলো, রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী লোকনাথ উচ্চবিদ্যালয়, মাদার বখশ গাহ্যর্স্থ অর্থনীতি কলেজ, শাহমখদুম কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কলেজিয়েট স্কুল, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় এবং শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।