নওগাঁয় ক্লাস বর্জন করেছে পিটিআই`র শিক্ষার্থীরা


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৪ মার্চ ২০১৫

নওগাঁয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট`র (পিটিআই) সুপারিনটেনডেন্ট খন্দকার দীন মোহাম্মদ এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম এনে ক্লাস বর্জন করেছে ১৫৮ জন প্রশিক্ষণরত শিক্ষার্থী।

বুধবার সকাল ৯টা থেকে ক্লাস বর্জন করে মাঠে বিক্ষোভ মিছিল করে এবং সুপারিনটেনডেন্ট এর পদত্যাগ দাবি করে তারা।
অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

প্রশিক্ষণরত শিক্ষার্থীদের পোশাক, থালা-বাটি, আইডি কার্ড, বৈদ্যতিক বাল্ব, পত্রিকার খরচ সরকারি ভাবে দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। বরং উল্টো শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে টাকা নেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

জেলার মান্দা উপজেলার ছুটিপুর ব্রজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন লিখিত বক্তব্য বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরন, সংস্থাপন কাজের সঠিক ব্যবহার, সামাজিক কাজের জন্য অমানসিক অত্যাচার, মহিলা শিক্ষিকার সাথে খারাপ ব্যবহার করা হয়, যা শিক্ষক সমাজের জন্য শোভনীয় নয়, তার অদূরদর্শিতার জন্য হোস্টেল ম্যানেজারকে লাঞ্ছিত করা হয়। এছাড়া বিধি মোতাবেক ছুটি চাইলে ছুটি দেয়া যাবে না বলে তিনি জানান।

ধামইরহাট নিকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া তহনিমা বলেন, এ বছরের জানুয়ারি থেকে ট্রেনিং শুরু হয়েছে। এ দুইমাসে প্রতিটা দিন শিক্ষার্থীদের সাথে অশালীন আচরন করা হয়েছে।

মান্দা দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা বলেন, ক্লাসে আসতে দু’এক মিনিট দেরি হলে বাহিরে দাঁড় করিয়ে রাখে অশালীন কথাবার্তা বলেন। এছাড়া প্রয়োজনের তাগিদে ছুটি চাইলে বলেন আত্মীয় স্বজন মারা গেলেও ছুটি দেয়া যাবেনা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে জেলখানার কয়েদীর সাথে তুলনা করা  হয়েছে। কয়েদীরা যেমন বন্দি অবস্থায় জেলখানায় থাকে সেরকম নিয়ম কানুন  মেনে চলতে হবে। এছাড়া শিক্ষক রফিকুল ইসলাম, মাহফুজ, শহিদুল ইসলাম একই অভিযোগ করেন।

নওগাঁ পিটিআই সুপারিনটেনডেন্ট খন্দকার দীন মোহাম্মদ জানান, আমার বিরুদ্ধে শিক্ষার্থীরা যেসব অনিয়ম অভিযোগ এনেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীদের কি সমস্যা আমাকে না জানিয়ে ক্লাস বর্জন করেছে। শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনায় বসা হবে বলে জানান তিনি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।