লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৪ মার্চ ২০১৫

লক্ষ্মীপুরে আরিফুর রহমান ফরহাদ (৩০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে সদর উপজেলার মিরিকপুর বাজারের একটি স’মিলের ভেতর থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফরহাদ সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে। এ ছাড়া ফরহাদ ভাঙ্গাখাঁ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।

নিহতের বাবা জানান, গত বছরের আগস্ট মাসে অভ্যন্তরীণ কোন্দলে দলীয় কয়েকজন ফরহাদকে কুপিয়ে জখম করে। ফরহাদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করে। রাশেদ নামে এক আসামিকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

নিহতের বাবা আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় তার ছেলেকে হত্যা করা হয়েছে।

সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হোসেন জানান, ফরহাদ ভাঙ্গাখাঁ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত হওয়ার আগে মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। তার হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান তিনি।

জেলার সহকারী পুলিশ সুপার (সাকের্ল) নাসিম মিয়া জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে ওই যুবককে ৭/৮টি গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

তিনি জানান, খবর পেয়ে সকালে ফরহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।