বিএসএফ ধরে নিয়ে গেল ২ বাংলাদেশিকে


প্রকাশিত: ১০:০১ পিএম, ০৩ মার্চ ২০১৫

বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদীর তীর থেকে মঙ্গলবার বিকেলে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

ওই দুটি গরু ব্যবসায়ী হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রেজাউল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০) ও খুলনার খানজাহান আলী থানার মুশিয়ানি গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল (২২)।

খুলনা ২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার শামসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গরু ব্যবসায়ী রুবেল ও আব্দুল্লাহ সীমান্তের ইছামতি নদীর তীরে ভারত থেকে আনা গরু নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করে বিজিবি। কিন্তু গরু ব্যবসায়ীদের ফেরত দিতে অপারগতা জানায় তারা। বৈঠকে আটকের বিষয়টি স্বীকার করে বিএসএফ পক্ষ থেকে বলা হয়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।