নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডব
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্ধারুপাড়া, বুরুঙ্গা ও খলচান্দা এলাকায় রাতের আধাঁরে তাণ্ডব চালিয়ে বনবাগান ও কৃষকের জমির বোরো ফসলের ক্ষতি সাধন করেছে বন্যহাতির দল।
সোমবার গভীর রাতে পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে বন্যহাতির দল এ তাণ্ডব চালায়। বন্যহাতির আনাগোনায় এসব গ্রামের অধিবাসীরা এখন আতঙ্ক আর শঙ্কায় সময় পার করছেন।
পোড়াগাও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের ইউপি সদস্য নুর ইসলাম ও গারো নেতা প্রদিপ জেংচাম বলেন, বন্যহাতির দল সোমবার রাতে এসেই বোরো ফসলের মাঠে নেমে ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করেছে। এসময় স্থানীয় ধুরেন্দ্র মারাক, লুইস নেংমিনজা, হাসু মিয়া, ফিরোজ মিয়া ও মেজং সাংমা নামে ৫ কৃষকের সাড়ে ৩ একর জমির বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়।
বনবিভাগের বাতকুচি বিট কর্মকর্তা আমিনুল হক বলেন, প্রায় ৭০/৮০ টি বন্যহাতির একটি দল বনবাগান এবং কৃষকের বেরো ধান ক্ষেতে তাণ্ডব চালিয়ে বেশ ক্ষতিসাধন করেছে। খাদ্যের সন্ধানে এসব বন্যহাতি লোকালয়ে নেমে আসতে পারে।
তিনি জানান, বন্যহাতির দলটি এখন দাওধারা-কাটাবাড়ি এলাকার গহিন জঙ্গলে অবস্থান করছে। বন্যহাতির ভয়ে বন বিভাগের অফিস ঘর ছেড়ে তিনি অন্যত্র রাত্রিযাপন করেছেন।
এমএএস/পিআর