নারায়ণগঞ্জে দখল মুক্ত হচ্ছে রাজউকের জায়গা
নারায়ণগঞ্জ শহরে রাজউকের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এসব স্থানে নান্দনিক ভবন তৈরি করা হবে। এসব ভবনের মধ্যে কোনোটি বাণিজ্যক, কোনোটি আবাসিক হিসেবে বরাদ্দ দেয়া হবে। যেসব জায়গা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নারায়ণগঞ্জ শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা পরিদর্শন শেষে এ কথা বলেন। মন্ত্রী সলিমুল্লাহ রোড, পৌর হকার মার্কেট, প্রেসক্লাব, বঙ্গবন্ধু সড়কের ডিআইটি মার্কেটসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ সময়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা নকশা ধরে বিভিন্ন জমির অবস্থান দেখান।
পূর্তমন্ত্রী বলেন, রাজউকের প্রায় ৩৮ একর জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বেদখল করে আছে। এসব জায়গা শীঘ্রই অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করা হবে। নারায়ণগঞ্জ শহরকে এখনো পরিকল্পিতভাবে পরিবেশবান্ধব গ্রিন সিটিতে রূপান্তরিত করা সম্ভব। এজন্য রাজউক, সিটি করপোরেশন, ওয়াসাসহ বিভিন্ন সংস্থার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ বিষয়ে অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ করে সমন্বিত পরিকল্পনার উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, শীতলক্ষ্যা নদীকে দুষণমুক্ত করা হবে। শহরে বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশন ড্রেন এক হয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ছে। এ বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এ শহরের বাসিন্দাদের সুবিধার জন্য রাজউকের একটি অফিস স্থাপন করা হবে। তা হলে নকশা অনুমোদনসহ অন্যান্য কাজে নগরবাসীকে ঢাকা যেতে হবে না।
পরিদর্শনকালে সংসদ সদস্য শামীম ওসমান, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, সদস্য (পরিকল্পনা) আব্দুল মান্নান শেখ, সদস্য (উন্নয়ন) নঈম আহমেদ, প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সিসহ রাজউকের ও নারায়নগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসএ/বিএ/আরআই