জয়পুরহাটে বাসে আগুন


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৩ মার্চ ২০১৫

জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় মঙ্গলবার সকালে বগুড়া গামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দৃর্বত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল ১১ টার দিকে জয়পুরহাট থেকে বগুড়ার উদ্দ্যেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌছলে ২টি মটোরসাইকেল যোগে ৫/৬ জনের এক দল দূর্বৃত্ত প্রথমে রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসের গতিরোধ করে।

এসময় যাত্রীদের নামিয়ে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।