টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক এক


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ০৩ মার্চ ২০১৫

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০ টায় টেকনাফের নাফ নদী নিকটবর্তী হাসপাতাল খাল ও খায়ুকখালী খাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ঐ নাগরিকের নাম জানা যায়নি।

টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানিয়েছেন, টেকনাফ সদর বিওপির বিজিবির ২টি টহল দল নাফনদীস্থ হাসপাতাল খাল ও খায়ুকখালী খালে অভিযান চালায়। প্রথমে হাসপাতাল খাল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা সহ মিয়ানমারের এক নাগরিককে আটক করে। এছাড়াও একই সময় খায়ুকখালী খালে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৩ কোটি টাকা।
এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে উদ্ধার হওয়া ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোর্পদ করা হবে বলে আল জাহিদ জানান।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।