দিনাজপুরে অটো রাইস মিলে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০২ মার্চ ২০১৫

দিনাজপুর শহরে একটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের রাজবাড়ী কাটাপাড়া এলাকায় প্রগতি অটো মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রগতি অটো মিলের মালিক প্রশান্ত কুমার সাহা জানান, মিলের ভেতরে হঠাৎ ধোয়া দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়।

সংবাদ পেয়ে দিনাজপুর ফায়ার স্টেশনের একদল কর্মী চেষ্টা চালিয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানজিল জানান, মিলের বেল্ট এবং স্পীংএর ঘর্ষণের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আনুমানিক ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

কোতয়ালী থানা পুলিমের ওসি একেএম খালেকুজ্জামান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।