পঞ্চগড়ে জেলা জামায়াতের আমীরসহ পাঁচজন গ্রেফতার
পঞ্চগড়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগে জেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের বিভিন্ন মহল্লা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদল সহ-সভাপতি নেতা আব্দুস সহিদ বাবু, বিএনপিকর্মী মোশারফ হোসেন মুহুরি ও মো. বকুল।
সোমবার ভোর ৪টায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দুইটি যাত্রীবাহী বাস পুড়ে যায়। শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা বাস দুটিতে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর সদর উপজেলার জগদল বাজার ও টুনিরহাট আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় র্দুবৃত্তরা। খবর পেয়ে পঞ্চগড় দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জেলার বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সদর থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া নাশকতাকারীদের গ্রেফতারের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলছে।
এমএএস/পিআর