রাবিতে দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০২ মার্চ ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শোভন (১ম বর্ষ) ও ইতিহাস বিভাগের রমিজুল (১ম বর্ষ)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে টুকিটাকি চত্বরে সাকিবুল হাসান বাকীসহ ছাত্রলীগের কয়েকজন সদস্য অবস্থান করছিলেন। এসময় এখানে শোভন ও রমিজুলকে চত্বরে নিয়ে আসলে বাকী’র নেতৃত্বে তাদেরকে বেধড়ক মারধর করা হয়।

এ বিষয়ে শোভন বলেন, আমার ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলার কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনা করছিলাম। এসময় এখানে লোকপ্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী কথা বলাবলি করছিল। এতে পড়াশুনা করতে আমার অনেক সমস্যা হচ্ছিল।

একপর্যায়ে আমি তাদেরকে কথা বলতে বারণ করলে তারা নিজেদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দেয়। এসময় আমি তাদেরকে পরিচয়পত্র দেখাতে বলি। পরিচয়পত্রে দেখি তারা প্রথম বর্ষের শিক্ষার্থী।

এই ঘটনার পরে জানতে পারি তারা আমাকে মারবে। তখন আমি তাদের খোঁজ করলে জানতে পারি তারা সবাই ক্লাসে। তারা ক্লাস থেকে বের হলে তাদের কাছে আমার দোষ জানতে চাই। তখন তারা সেখান থেকে টুকিটাকি চত্বরে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য সাকিবুল হাসান বাকী’র নেতৃত্বে আমাকেসহ আমার বন্ধু রমিজুলকে মারধর করে।

সাকিবুল হাসান বাকী বলেন, লোকপ্রশাসন বিভাগের আমার পরিচিত কয়েকজন ছোট ভাই লাইব্রেরিতে গ্রুপ ডিসকাশন করে পড়াশুনা করছিল। এতে সেখানে একটু কথা হচ্ছিল। এসময় পাশেই বসে থাকা এক শিক্ষার্থী তাদের ডেকে নিয়ে কার্ড কেড়ে নেয়। তাই পরে তাদের চড় থাপ্পড় দিয়েছি।
এ বিষয়ে রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। এখন সবকিছু মিটমাট হয়ে গেছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।