সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
হবিগঞ্জের রশিদপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে সোমবার সকাল ৭টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
এতে বিভিন্ন স্টেশনে উদয়নসহ সিলেটগামী বিভিন্ন ট্রেনে আটকা পড়ে। পরে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনসহ বাকি বগিগুলো শায়েস্তাগঞ্জে নিয়ে আসা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।’
বিএ/আরআইপি