অদক্ষদের দিয়ে সিটিস্ক্যান করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০২:১০ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

সিলেটে চিকিৎসকের পরিবর্তে অদক্ষ লোক দিয়ে সিটিস্ক্যান ও ইসিজি করার দায়ে মেডিনোভা মেডিকেল সার্ভিস ও হেলথ কেয়ার ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সিলেট নগরের ওসমানী মেডিকেল সড়কে ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ফার্মেসি ও সিরামিক কারখানায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলামসহ র‌্যাবের একটি বিশেষ দল।

র‌্যাব-৯ এএসপি পিযুষ চন্দ্র দাস বলেন, মেডিনোভা হেলথ কেয়ার ক্লিনিকে সিটিস্কেন ও ইসিজির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই করা হচ্ছে। ডাক্তারের পরিবর্তে অদক্ষ কর্মচারীরা এসব পরীক্ষার কাজ করছে। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়।

এছাড়া আরও কয়েকটি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ টাকা, হেলথ কেয়ার হসপিটালকে ২ লাখ টাকা, জননী ফার্মেসিকে ২৫ হাজার টাকা ও মেডিকম ড্রাগ হাউজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ছামির মাহমুদ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।