ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০১ মার্চ ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। রোববার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

উদ্বোধনী অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বিজ্ঞানের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের মিল রয়েছে, বাংলাদেশ স্বাধীন না হলে আজকে বিজ্ঞান মেলার পরীবর্তে `তালেবান` মেলা হতো। বেগম খালেদা জিয়াকে ধ্বংসাত্বক কার্যকলাপের পথ থেকে সরে আসার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মনিরুজাজামান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এর আগে মেলা উদ্বোধন শেষে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় জেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেয়া হয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।