কুমিল্লায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০১ মার্চ ২০১৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় মো. ইসলাম মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নবগ্রাম এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম উপজেলার বীরচন্দ্রনগর গ্রামের টুকু মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জাগোনিউজকে জানান, মহাসড়কের নবগ্রাম এলাকায় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-৮৬৮২) বিপরিত দিক থেকে আশা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও একজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।