ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ডাউন-লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টায় বেঁকে যাওয়া রেললাইন মেরামত কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অতিরিক্ত তাপে রেললাইন বেঁকে যায়, এতে করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ডাউন-লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তবে আপ-লাইনে ট্রেন চলাচল স্বাভিক ছিল। পরে খবর পেয়ে আখাউড়া লোকোসেড থেকে রেললাইন মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামতের কাজ শুরু করে। এরপর রাত সাড়ে ৮টায় মেরামত কাজ শেষে পুনরায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ডাউন-লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।