জেলের জালে ধরা পড়লো কুমির


প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

নাটোর জেলার লালপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে প্রায় পাঁচ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ কুমির ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানায়, জেলে আনারুল ইসলাম প্রতিদিনের ন্যায় পদ্মা নদীর নওসারা সুলতানপুর এলাকায় মই জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তার জালে ওই কুমিরটি আটকা পড়ে। পরে অন্যান্য জেলের সহযোগিতায় কুমিরটি ধরে ফেলেন তারা।

জানা যায়, কুমিরটিকে ধরার পর প্রশাসনকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লালপুর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ প্রমুখ।

এ ব্যাপারে লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কুমিরটি মাছ ধরার জালে আটকা পড়লে স্থানীয় জনতা উদ্ধার করে পাশের একটি পুকুরে রাখে। ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।