কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রনি (১৮) ও শেফালী (৪৫)।
রোববার সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া নামকস্থানে একটি যাত্রীবাহি বাসের পিছনের চাকা ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, ভেড়ামারা থেকে কুষ্টিয়া অভিমুখি হিসনা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া পৌঁছালে পিছনের চাকা ভেঙে যায়। এ সময় ওই বাসে থাকা রনি সড়কে ঝাঁপ দিলে পিছন দিক থেকে আসা বিআরটিসির অপর একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে পেছনের চাকা ভেঙে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনিতে তিন বাস যাত্রী আহত হন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস যাত্রী শেফালী মৃত্যুবরন করেন। পুলিশ দুটি লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে বাস ভেঙে যাওয়ায় ওই সড়কে বাস চলাচল বন্ধ থাকে। পরে দেড় ঘন্টা পরে পুলিশ বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত রনি ভেড়ামারার আলম হোসেনের পুত্র এবং শেফালী মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।