শিক্ষক সময় মতো স্কুলে উপস্থিত না হওয়ায়...


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ে ঠিকমত ক্লাস না হওয়া, শিক্ষকরা সময়মতো ক্লাসে উপস্থিত না হওয়ায় শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।

শনিবার সকালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে বিদ্যালয়ের সভাপতি হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময়মতো ক্লাস হওয়ার আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।

দশম শ্রেণির শিক্ষার্থী সাগর জানায়, অন্যান্য দিনের মতো শনিবার বেলা সাড়ে ১১টা পেরিয়ে গেলেও বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেন। ফলে ক্লাস ছেড়ে বাইরে বেরিয়ে আসে শত শত শিক্ষার্থী। শিক্ষকদের এমন অবহেলায় নিয়মিত ক্লাস না নেয়ার প্রতিবাদে প্রধান শিক্ষকের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ করি আমরা। পরে বেলা পৌনে ১২টার দিকে প্রধান শিক্ষকসহ মাত্র ৩ জন শিক্ষক বিদ্যালয়ে এসে পৌঁছলে ছাত্রছাত্রীদের তোপের মুখে পড়েন তারা। এই অবস্থায় মাঠের মধ্যে দাঁড়িয়ে প্রায় ৪ ঘণ্টা অবস্থান ধর্মঘট করে শিক্ষার্থীরা।

পরে বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ছাত্রছাত্রীদের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান ওই বিদ্যালয়ের ছাত্র।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুলে কিছুটা শিক্ষক সংকট থাকায় ক্লাসের পাঠদানে কিছুটা সমস্যা ছিল। কিন্তু নতুন করে ৬ জন শিক্ষক নিয়োগ দিয়ে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী জানান , ওই বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগের বিষয়টি অব্যাহত আছে। কিন্তু, শনিবার ছাত্রছাত্রীদের বিক্ষোভ সমাবেশ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগানোর বিষয়টি আমি জানি না। তবে এনিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ঘটনাটি জেনে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।