দেশের মানুষ শিক্ষিত হোক বিএনপি সেটা চায় না : মির্জা আজম


প্রকাশিত: ০২:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, দেশের মানুষ শিক্ষিত হোক বিএনপি সেটা চায়না, তাই পরীক্ষার সময় হরতাল-অবরোধ ডেকে শিক্ষার্থীদের পড়ালেখায় বাধাগ্রস্ত করছে। বিএনপি নেত্রী নিজেই শিক্ষিত ছিলেন না, সে কারণে তার ছেলেদেরকে শিক্ষিত করতে পারেননি। এখন দেশের ভবিষ্যত প্রজন্মকে অশিক্ষিত রাখার পায়তারা করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা যখন তার ভিশন-২১ বাস্তবায়নের লক্ষে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছে, তখন একটি গোষ্ঠি ইর্ষান্বিত হয়ে আন্দোলনের নামে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পেট্রল বোমা নিক্ষেপ করে দেশের মানুষকে আগুনে পুড়িয়ে মারছে।

শনিবার বিকেলে জামালপুর পৌর পাবলিক হল মিলনায়তনে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সুজনের সভাপতিত্বে বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউল আউয়াল ডনি প্রমুখ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।