ক্লাশ বন্ধ রাখতে হুমকি


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

হরতালের মধ্যে ক্লাশ নেওয়ায় প্রধান শিক্ষককে লাল রঙের কাগজে লেখা একটি চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। হরতাল ও অবরোধের মধ্যে ক্লাশ কার্যক্রম চালিয়ে গেলে বিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজশাহী মহানগরীর লহ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে শুক্রবার এ চিঠি দেওয়া হয়। চিঠিটির প্রেরক হিসেবে ‘আন্দোলনকামী কর্মীবাহিনী’ নামের একটি কথিত সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।

চিঠিতে প্রধান শিক্ষকের উদ্দেশে লেখা হয়েছে, হরতালের দিনগুলোতে আপনার প্রতিষ্ঠান যদি চালান তাহলে আপনার গতিপথ আমরা পরখ করছি। কখন, কবে, কোন সময় আপনার প্রতিষ্ঠানে পেট্রলবোমা নয়, অন্য কোনো বোমা বিস্ফোরিত হলে তার দায়িত্ব কে নিবে-আপনি না সরকারি দল, না বিরোধী দল। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে শিশুদের সমস্ত দায়দায়িত্ব আপনার ওপরেই বর্তাবে বলে আমরা মনে করি।

চিঠির অপর প্যারায় লেখা হয়েছে, শেখ হাসিনার চক্রান্ত দেশের জনগণ আজ ধরতে পেরেছে। সেজন্য সকলেই সচেতন। শুধুমাত্র আপনি এখনো সচেতন হন নাই সেজন্য আমরা দুঃখিত। আমরা মনে করছি, এ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বোধোদয় হবে। আপনি হরতালের দিনগুলোতে ছাত্রছাত্রীদের সাধারণ পোশাকেও প্রতিষ্ঠান চালাবেন না। চিঠিটি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে।

এদিকে, শুক্রবার সকালে প্রধান শিক্ষক আইরিন জাফর চিঠিটি পাওয়ার পর দুপুরে রাজপাড়া থানায় একটি জিডি করেছেন। তিনি জানান, সকালে তিনি লাল চিঠিটি হাতে পেয়েছেন। সকালে এসএসসি পরীক্ষা চলছিলো। পরীক্ষার সব ধরনের কার্যক্রম শেষ করার পরে তিনি রাজপাড়া থানায় গিয়ে জিডি করেছেন। এছাড়া রাজশাহী পুলিশ কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

 রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।