রুপগঞ্জে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ৩


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের হাইওয়ে পুলিশের এসআই খায়রুল জানান, সকালে বর্পা এলাকায় কাচপুরগামী ট্রাক ও বুলতাগামী টেম্পোর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হন আরো একজন। নিহতদের মধ্যে এক শিশু ও দুইজন পুরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।