মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৯ আগস্ট ২০১৪
ফাইল ফটো

খারাপ আবহাওয়ার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ। শনিবার দুপুরের দিকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএর মাওয়া পল্টন সারেং (ইনচার্জ) নিজামউদ্দিন জানান, খারাপ আবহাওয়ার কারণে নৌরুটে চলাচলরত সব ধরণের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. সামছুজ্জোহা খন্দকারের নির্দেশক্রমে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

নৌরুটে চলাচলরত ৮৬টি লঞ্চ ঘাট ও পার্শ্ববর্তী এলাকায় নোঙরে রাখা হয়েছে। এদিকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকে ফেরিতে করে পদ্মা পাড়ি দিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।