ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্ম দিলেন স্নেহলতা


প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৬ নভেম্বর ২০১৬

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় স্নেহলতা রানী (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে তিন শিশু সুস্থ রয়েছে। এতে অবশ্য খুশি হয়েছেন ওই দম্পতি। নবজাতকদের নাম রাখা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাদের দেখার জন্য অনেক দূরদূরান্ত থেকেও কৌতুহলী মানুষ ছুটে আসছেন।

শনিবার সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন শিশুর জন্ম দেন মা স্নেহলতা রানী। একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্মের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্নেহলতা রানী উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের দেবেশ চন্দ্র বর্মণের স্ত্রী। এছাড়াও ছয় বছরের আরো এক ছেলে সন্তান রয়েছে এ দম্পতির।

জানা যায়, গত শুক্রবার রাতে স্নেহলতা রানীর প্রসব বেদনা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে তিন ছেলে সন্তান অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্ম দেন তিনি।

এ বিষয়ে গৃহবধূর স্বামী দেবেশ চন্দ্র বর্মণ বলেন, আমার স্ত্রী ভগবানের কৃপায় একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়েছেন। এতে আমি অনেক খুশি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (প.প) রমজান আলী জানান, মা ও শিশুরা সুস্থ আছে। শিশুদের প্রত্যেকের ওজন ১ কেজি ৮০০ গ্রাম।

রবিউল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।