ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের উজির আলী স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুবদল নেতা আহসান হাবীব রণক, মীর ফজলে এলাহী শিমুল, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আনন।
বক্তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা প্রত্যহার করতে হবে। আর যদি তাকে গ্রেফতার করা হয় তবে দেশ অচল করে দেওয়া হবে।
বিএ/এমএস