যশোরের ছয়টি দলিত ও হরিজন পল্লীতে পরিবর্তনের ছোঁয়া
যশোর শহরের ছয়টি দলিত ও হরিজন পল্লীতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা ও সচেতনতা বাড়ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে। তারা আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। পরিবর্তন হয়েছে জীবনযাত্রার মানে। এক সময় ওই পল্লীর অবস্থা ছিল শোচনীয়। সেই অবস্থা থেকে অনেকটা বেরিয়ে এসেছে তারা।
ইউকে এইড এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের অর্থায়ন ও যশোর পৌরসভার সার্বিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ধারা যশোর পৌর এলাকার টালিখোলা, গোরাপাড়া, ঢাকা রোড, আরবপুর মাঠপাড়া ও রেলবাজার হরিজন পল্লীর এক হাজার ৮২৪ জন নারী-পুরুষকে দারিদ্র বান্ধব অবকাঠামো উন্নয়ন কাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনুন্নত এলাকাবাসীর অংশগ্রহণ নিশ্চিত করছেন। ফলে দলিত ও হরিজন সম্প্রদায়ের মানুষ স্বাস্থ্য, স্যানিটেশন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। ২০১৬ সাল পর্যন্ত এ প্রকল্প চলমান থাকবে।
বুধবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক প্রেস কনফারেন্সে এ তথ্য তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা ধারা নির্বাহী পরিচালক লিপিকা দাশগুপ্তা। প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। যশোর পৌরসভার প্যানেল মেয়র জাহাঙ্গীর আহমেদ শাকিলের সভাপতিত্বে আর বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শাহজাহান মিয়া, উপ-আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক বজলুর রহমান, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান প্রমুখ। এসময় সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএএস/আরআই