শরীয়তপুরে গরীবদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় ইদিলপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এসব বিতরণ করা হয়। ২০১৫ ও ২০১৬ চক্র পঞ্চিকাবর্ষ অনুযায়ী মাসিক বরাদ্ধ দুই বছর প্রতিমাসে এই ইউনিয়নের ১৬৫ জনের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। গরিব পরিবারের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোসা. কামরুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিল আফরোজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিপন মিয়া, ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী, গোসাইরহাট পৌরসভার কর আদায়কারী মাহবুব আলম, গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক ট্রেট প্রশিক্ষক সিমা আক্তার, ইদিলপুর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কর্মকর্তা মোসা. পারভীন কবির প্রমুখ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।