খালেদা জিয়া পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নেন : নৌ পরিবহন মন্ত্রী


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খালেদা জিয়া আপনি পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নেন। আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘু’র ফাঁদ দেখেন নি। আপনাকে অচিরেই জনগণ প্রতিরোধ করে দেশ থেকে বিতাড়িত করবে।

বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় বাস, ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে পাক-হানাদাররা বাঙালিকে গুলি করে মারতো। আর এখন তাদের দোসররা পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান একটি গানের লাইন টেনে বেগম খালেদা জিয়া ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নার উদ্দেশ্যে বলেন, ধরা পড়েছে খালেদা জিয়া ও মান্না রঙিলা জালে। এ জাল থেকে তারা পালাতে পারবে না।

বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা বলেন, নবম ও দশম সংসদের যা অর্জন তা জামায়াত-শিবির জোট নষ্ট করতে চায়। কিন্তু, তা সম্ভব হবে না। এ দেশের মানুষ তাদের পরিকল্পনা বুঝতে পেরেছে।

বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীরবিক্রম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্ল­াহ।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মোল­া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এমানুল হক। সভা পরিচালনা করেন রাজশাহী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।