অন্তসত্ত্বা স্ত্রীর শরীরে মরিচের গুড়া ঢেলে স্বামীর নির্যাতন


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

শুকনা মরিচ ভাজার সময় কিছু পুড়ে গিয়েছিল। এ ভুলের কারণে আমার সারা শরীরে শুকনা মরিচের গুড়া ছিটিয়ে দিয়েছে সে। দেওয়ার আগে অনেকবার তার হাতে পায়ে ধরেছি। কিন্তু, সে কথা শোনেনি। মরিচের জ্বালায় আর প্রসব যন্ত্রণায় নিজেকে আর সামলে রাখতে পারছি না। এটা কি খুব বড় ভুল?

হাসপাতালের বিছানায় শুয়ে প্রতিবেদককে এভাবেই যন্ত্রণার কথাগুলো বলার সময় চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল তাসলিমা বেগমের (২৫)।

বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটেছে। এরপর থেকেই স্বামী এরশাদুল পলাতক রয়েছে। আর তসলিমা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বুধবার সকালে শুকনা মরিচ ভেজে গুড়া করছিল তসলিমা। ভাজার সময় কিছু মরিচ পুড়ে যায়। এতে স্বামী এরশাদুল বকাবকি শুরু করে। এতে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এরশাদুল মরিচের সব গুড়া স্ত্রীর শরীরে ছিটিয়ে দিয়ে পানি ঢেলে দেয়। এতে যন্ত্রণায় কাতরাতে থাকে তসলিমা। অবস্থা বেগতিক দেখে তাকে ঘরে আটকে রাখে এরশাদুল। পরে তসলিমার চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে যায়।

এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানান, তসলিমা অন্তসত্বা হওয়ায় তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে।

এদিকে এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা মৃত মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মেয়ে তসলিমা বেগমের (২৫) বিয়ে হয় হাতীবান্ধার উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের নুর ইসলামের ছেলে এরশাদুলের।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।