৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৯ আগস্ট ২০১৪

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

হিলি জিরো পয়েন্টে শুক্রবার রাত ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

২৮৫ নাম্বার মেইন পিলার দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশকালে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) তাদের আটক করে।

আটকরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড়দাপাড়া গ্রামের কেনারাম প্রামাণিকের ছেলে খগেন প্রামাণিক (৩৩), কাচুয়া প্রামাণিকের ছেলে রবিন প্রামাণিক (৩০), কৃষ্ণ রায়ের ছেলে বলরাম রায় (৩৫) ও রিশি রায়ের ছেলে শিশির রায় (৩৪)।

হিলি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, আটকদের শনিবার সকালে হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।