কৃষকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন : ১০০ মণ ধান পুড়ে ছাই


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীর তানোরে এক কৃষকের বাড়িতে রাতের আঁধারে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর ফলে বাড়ির আসবাবপত্রসহ ঘরের চাতালে থাকা ১০০ মণ ধান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর মাড়িয়া গ্রামে। এ ঘটনায় বাড়ির মালিক ইসরাইল মঙ্গলবার বিকেলে তানোর থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, সোমবার গভীর রাতে কে বা কারা পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এর ফলে ঘরের বিছানা ও আসবাবপত্রসহ ঘরের চাতালে থাকা ১০০ মণের বেশি ধান আগুনে পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে তানোর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে আগুনে ভস্মীভূত হয়ে বাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।