মনপুরায় লঞ্চ-কার্গো সংঘর্ষে নিখোঁজ ১, আহত ৩


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

ভোলা জেলার মনপুরার কীর্ত্তনখোলা নদীতে কার্গো জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একজন নিখোঁজ ও তিনজন আহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম বাশার (২৫)। তবে তার পরিচয় জানা যায়নি।

সোমবার রাত পৌনে ৯টার দিকে চরমোনাই মাহফিলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জাফর, আজাদ ও ফারুক নামে আরো তিন যাত্রী।

লঞ্চের যাত্রীদের বরাত দিয়ে মনপুরা থানার উপপরিদর্শক (এসআই) জালাল জানান, সোমবার বিকেলের দিকে মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট থেকে এফ বি নুরুল নামে একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে বরিশালের চরমোনাই মাহফিলের দিকে যাচ্ছিল। রাত পৌনে ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা অপর একটি কার্গো জাহাজের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। এতে লঞ্চ থেকে ৪/৫ জন যাত্রী নদীতে পড়ে যান।

এ সময় চারজনকে উদ্ধার করা হলেও বাশার নিখোঁজ হন।

এসআরজে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।