২৯ জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৫ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে জলসীমা অতিক্রম করে ভারতীয় সীমান্তে ঢুকা পড়া দুই ট্রলারসহ ২৯ জেলেকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। এ ঘটনায় এখনো ৯ জেলে নিখোঁজ রয়েছেন।

ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের কোস্টগার্ডের কাছে সোমবার বিকেলে এসব জেলেদের হস্তান্তর করে। মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফেরত দেয়া ট্রলার ও জেলেদের মধ্যে আলীপুরের ইউসুফ কোম্পানির মাছধরা ট্রলার এফবি তামান্নার ১৮ জেলে এবং শঙ্কর বাবুর ট্রলারের ১১ জেলে রয়েছেন।

এদের সবার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়ার বিভিন্ন গ্রামে। ইঞ্জিন বিকল হয়ে ঝড়ের কবলে পড়ে ভারতীয় সীমানায় অতিক্রম এসব জেলেরা।

অপরদিকে মৌডুবির কাজিকান্দা গ্রামের ৯ জেলের এখনো কোন খোঁজ মেলেনি। এরা গত (০৩ নভেম্বর) সাগরে মাছ শিকারে যায়। এফবি মায়ের দোয়া ট্রলারসহ ৯ জেলে কোথায় আছেন তা জানা যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন, মনির মাঝি (৩২), জেলে আব্দুল হাই (৪২) মেহেদী হাসান (১৭), এরশাদ (১৮), আনোয়ার (২৫) সোহেল (২০), শাকিল (১৭), শামীম (২২) ও অন্তর দাস (৩০)।  

নিখোঁজদের স্বজন মনির ফরাজী জানান, নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুজি করেছি। কিন্তু কোন খোঁজ মেলেনি। জানি না কোথায় আছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।