গাজীপুরে ডিসি অফিসে বোমাসদৃশ বস্তু
গাজীপুরের রাজবাড়ীর ভেতরে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টায় বস্তুটি উদ্ধারের পর তা পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়।
জানা গেছে, রাজবাড়ীর ভেতরে ঘটনাস্থলের পশ্চিম পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন কার্যালয় ও জেলা গারদ খানা এবং উত্তর পাশে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখা রয়েছে। এ এলাকার নিরাপত্তার জন্য পাশেই পুলিশের একটি ব্যারাক ছাড়াও রয়েছে প্রতিটি সরকারি অফিসের নিজস্ব নিরাপত্তারক্ষী।
গাজীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, উদ্ধার করা বস্তুটি পানিভর্তি বালতিতে চুবানো হয়েছে। এটি বোমা না অন্য কিছু, তা জানার জন্য পরীক্ষা করা হবে।
এএইচ/এমএস