লাখো প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ
লাখো মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী। ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এ শ্লোগানকে ধারণ করে নড়াইল একুশে উদযাপন পর্ষদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ (কুড়িরডোপ মাঠ) মাঠে ব্যতিক্রমধর্মী এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় সুর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে দুই হাজারের অধিক স্বেচ্ছাসেবক মোমবাতি প্রজ্জ্বলনের কাজ করেন। প্রায় আধাঘণ্টার মধ্যে আলোকিত হয়ে যায় বিশাল এই মাঠটি। মোমবাতি দিয়ে স্মৃতিসৌধ, শহীদ মিনার, বর্ণমালা ও বিভিন্ন আল্পনা সাজানো হয়। পরিবেশিত হয় শহীদ স্বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ভাষা দিবসের ৬৫তম বার্ষিকীতে ৬৫টি ফানুস ওড়ানো হয়।
একুশ উদ্যাপন পর্ষদের সদস্য সৈয়দ শাহেদ আলী শান্ত জানান, ভাষা শহীদদের স্মরণে ১৯৯৮ সালে প্রথমবার সুলতান মঞ্চসহ শহরের বিভিন্ন স্থানে ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এই স্মরনানুষ্ঠানটি মানুষের হৃদয়স্পর্শ করায় মোমবাতির সংখ্যা বেড়ে দাড়িয়েছে একলাখে দাড়িয়েছে। এ বছর (২০১৫) এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এ অনুষ্ঠান উপভোগ করতে নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষের আগমন ঘটে।
একুশ উদ্যাপন পর্ষদের আহবায়ক প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মুন্সি হাফিজুর রহমান জানান, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পৃথিবীর সমস্ত ভাষা ও সংস্কৃতিকে আলোকিত করে, সারা পৃথিবীকে উজ্জ্বল করবে। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অন্ধকারকে কাটিয়ে আলো ফুটে ওঠে। দেশের অস্থিতিশীলতা দূর করে শান্তি ফিরিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে সন্ধ্যার পর থেকে লাখো মোমবাতি প্রজ্জ্বলনের সাথে স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নাট্যকার কচি খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আরএস