কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু
গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ আটককৃত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম আলমগীর বেপারী (৫৬)। তিনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
শনিবার সকালে তিনি মারা যান। নিহত আলমগীর ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগাঁও এলাকার আবদুল হাকিম বেপারীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে আলমগীর হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে সকাল ৭টা ২০মিনিটে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি গত বছরের ১৬ অক্টোবর মুন্সীগঞ্জে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারের পার্ট-২ স্থানান্তরিত হন। মুন্সীগঞ্জের নারী ও শিশুনির্যাতন ট্রাইবুনাল কর্তৃক ওই মামলায় তিনি ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী ছিলেন বলেও জানান জেল সুপার জাহাঙ্গীর কবীর।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
আরএস/এমএস