ময়মনসিংহে শিশুদের শহীদ মিনার


প্রকাশিত: ০৭:০৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ময়মনসিংহের ভালুকা উপজেলার বোগাজান গ্রামে কোনো শহীদ মিনার না থাকায় স্থানীয় শিশুরা নিজেদের উদ্যোগেই শহীদ মিনার বানিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করে।

`আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি` গানটি পল্লী প্রান্তরের এই শিশুদের মনও ছঁয়ে গেছে। তাই নিজেরাই বানালেন ফুল আর বাশ দিয়ে বাঙালির শোক গাথা শহীদ মিনার।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এ দিনে ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ শাসকগোষ্ঠির চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল।

মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শংকিত করে তোলায় সে দিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো কার্পণ্য করেনি ময়মনসিংহের ওই শিশুরা। তাদের প্রতিও রইলো শুভ কামনা।

বিএ/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।