শেরপুরে মাতৃভাষা দিবস উদযাপিত


প্রকাশিত: ০৫:০২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শনিবার শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

ভোরে খালি পায়ে ফুল হাতে প্রভাত ফেরি সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতি সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করেন।

এদিকে একুশের প্রথম প্রহরে হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসন, পুলিশ সুপার, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বিভিন্ন সংগঠন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হয়।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।