ঝিনাইদহে পিকআপ ভ্যান-নসিমন সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৩:৪১ এএম, ১২ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো চার যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাতিবিলার ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামের আমজান হোসেন (৩৫) ও কালীগঞ্জের ছোটঘিগাটি গ্রামের আমির হোসেন খাঁ (৩৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাতিবিলার ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।