মুন্সীগঞ্জে মা ও ছেলের মৃত্যু


প্রকাশিত: ০৩:১৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেনারেটরের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাহিদা বেগম (৩৫) ও তার ছেলে মো. আব্দুল্লাহ (১৮)।

আব্দুল্লাহর মামা আমির হোসেন জানান, জেনারেটরের তারে রাখা ভেজা কাপড় সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল্লাহ। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা নাহিদা বেগম জড়িয়ে যান। পরে জেনারেটর বন্ধ করে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর চাচা আক্তার হোসেনের বিয়ে ছিল বৃহস্পতিবার। শুক্রবার বউভাতের প্রস্তুতি চলছিল। নিহত আব্দুল্লাহর বাবা মোক্তার হোসেন সিঙ্গাপুর প্রবাসী। তাদের একমাত্র সন্তান আব্দুল্লাহ।

লৌহজং থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) কাজী রবিউল ইসলাম জেনারেটরের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।