আবারও শুরু হলো রাজবাড়ী-ফরিদপুর ট্রেন চলাচল


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৭ আগস্ট ২০১৪

দীর্ঘ ১৬ বছর পর রাজবাড়ী-ফরিদপুর রেল পথে ট্রেন চলাচল শুরু হলো। বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

১৯৯৮ সালের ১৫ মার্চ ৩০ কিলোমিটার দীর্ঘ রাজবাড়ী-ফরিদপুর রেল পথটি বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ২০১০ সালের ১০ মার্চ থেকে নতুন করে ৯০ কোটি টাকা ব্যয়ে রুটের সাতটি রেল স্টেশন ও রেলপথ পুনরায় তৈরি করেছে।

স্টেশনগুলো হলো- রাজবাড়ী, পাঁচুরিয়া, খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ, অম্বিকাপুর ও ফরিদপুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২ নভেম্বর পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় রাজবাড়ী-ফরিদপুর রেললাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।