সিলেট নগরী বিদ্যুৎহীন ১০ ঘণ্টা


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

রাতের ঝড়ো বাতাসে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ সাব স্টেশনে ‘সিটি প্লেসে’ বড় ধরনের ত্রুটি হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট নগরী। এতে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন।

কুমারগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল মোহন্ত জানান, বৃহস্পতিবার ভোরে সিলেটের উপর দিয়ে ঝড়ো বাতাস বইছিল। এসময় কুমারগাঁও সাব স্টেশনের সিটি প্লেসে আগুন ধরে যায়। বেশ কয়েকবার শর্ট সার্কিট হবার পর ওই স্টেশনটি বিকল হয়ে পড়ে। বেলা অাড়াইটার দিকে স্টেশনটির সিটি প্লেসটি রিপ্লেস করা হয়।

এদিকে, টানা হরতালে সিলেট নগরীতে ব্যবসায়ীরা কিছু মার্কেট খুললেও টানা বিদ্যুৎ না থাকার কারণে চরম ভোগান্তি পোহান। অনেকেই গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন নি। এতে অবরোধের স্থবিরতার মধ্যেও দেখা দেয় আরেক বিদ্যুৎ স্থবিরতা।
সকাল থেকে নগরীর বরইকান্দি, শেখঘাট, লামাবাজার, বন্দরবাজার, জিন্দাবাজারম অঅম্বরখানা, মধুশহীদ, মেডিকেল, আখালি এলাকায় বিদ্যুৎ ছিল না।

সিলেট নগরীর হাসান মার্কেটের ব্যবসায়ী রইছ আলী বলেন, হরতালের কারণে আমাদের অবস্থা এমনতিইে টাইট, তার মধ্যে বিদ্যুতের ভেলকিবাজি আরও টাইট করে দিসে।’

এমএএস/আরআই



পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।