বরিশালে ৭৯ হাজার ৫শ টাকার জাল নোটসহ আটক ১


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বরিশাল নগরীর নথুলাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আবাসিক হোটেল সাগর থেকে ৭৯ হাজার ৫শ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  

বুধবার রাত ৮ দিকে অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।  
আটক আ. ছালামের বাড়ি ঝালকাঠী জেলা সদরের করমহল গ্রামে।

মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার আজাদ রহমান জানান, আবাসিক হোটেল সাগরে বিপুল পরিমাণ জাল টাকা লেনদেন হবে এমন তথ্যে গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় একটি কক্ষ থেকে ৭৯ হাজার ৫শ টাকা মূল্য মানের জাল নোটসহ তাকে আটক করা হয়।

বান্ডিলে এক হাজার টাকার ৫টি ও ৫শ টাকার ১৪৯ জাল নোট ছিল বলে জানান, সহকারী কমিশনার আজাদ রহমান।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।