কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স কারখানায় বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার সেডসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স কারখানায় বুধবার সন্ধ্যা ৬টার দিকে টিভি তৈরি সেকশনের ল্যাবের পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন টিভি সেকশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও গাজীপুরের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ৭টা) আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
কারখানার স্টোর ম্যানেজার আবু ইউসুব জানান, ওই সেডটি ইস্পাতের তৈরি ছিল। সেখানে তৈরি ২০ হাজার ফ্রিজ, ৬ হাজার টিভি, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
এমএএস/আরআই