অশ্লীল নৃত্য বন্ধে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মানববন্ধন


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মেলার নামে হাউজি, লটারি, জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও প্রেসক্লাব।
 
বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, উত্তর কথার সম্পাদক মোস্তাক আলম টুলু, সাংবাদিক মনসুর আলী, লুৎফর রহমান মিঠু, ফজলে ইমাম বুলবুল, নুর আফতাবুল রূপম ও নাজমুল ইসলাম।

বক্তারা অভিযোগ করে বলেন, এসএসসি পরীক্ষার সময় এসব অপকর্ম কোনো ভাবেই কাম্য নয়। ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্বারকলিপি প্রদান করেও কোনো লাভ হয়নি। মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থের পাশাপাশি চুরি ছিনতাইয়ে লিপ্ত হচ্ছে। শিক্ষার্থীরা পড়ালেখায় মনযোগী না হয়ে হাউজি ও জুয়া খেলার দিকে ছুটছে। অবিলম্বে এসব অপকর্ম বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন সাংবাদিকরা।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।