সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন


প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

সারাদেশে বিএনপি-জামায়াত জোট কর্তৃক সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের নেতৃকর্মীসহ কয়েকশো মানুষ হাতে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।
জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজরুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা নগরিক কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আল-আমিন শাহীন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সারাদেশে হরতাল-অবরোধের নামে যানবাহনে হামলা চালিয়ে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, এটি কোনো রাজনৈতিক আন্দোলন হতে পারে না। বক্তারা অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শিক্ষাসহ সকল ক্ষেত্রে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।