গাইবান্ধায় যুবদল নেতাসহ গ্রেফতার ১২
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন রওশনসহ (৩৫) বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারের নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে রওশনকে গ্রেফতার করা হয়। তিনি নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপগ্রামের মৃত দুলা মিয়ার ছেলে।
এদিকে, নাশকতা মামলায় জেলা সদরসহ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জাগোনিউজকে জানান, র্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে বুধবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হবে।
বিএ/আরআইপি