না ফেরার দেশে জিয়াউল হক জিয়া


প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৪ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

না ফেরার দেশে চলে গেলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি সরকারের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

জিয়াউল হক জিয়া কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন যাবৎ আইসিউতে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রি, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবরে রামগঞ্জে আত্মীয়-স্বজন ও নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

স্ত্রী নাসিমা হক জিয়াউল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। দুই বছর আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে কোলন ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি বেশির ভাগ সময় বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিজ বাড়িতে বসে কোরবানি দেয়ার বিশেষ আগ্রহে তাকে গত কুরবানির ঈদের আগে দেশে আনা হয়। দেশে আসার পর হঠাৎ করেই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। তাই ঈদের আগেই তাকে ব্যাংককে ফিরিয়ে নেয়া হয়।

ছেলে মুশফিকুল হক জয় তার সঙ্গে ব্যাংককে আছেন। জানাজার সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে আত্মীয়-স্বজন কর্তৃক জানানো হয়।
 
উল্লেখ্য, জিয়াউল হক জিয়া ১৯৫৩ সালের ১১ই মার্চ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের কেতুড়ি গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে বিএনপিতে যোগ দেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন এবং তিনি চারদলীয় জোট সরকারের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ছিলেন।

কাজল কায়েস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।