রংপুরে দগ্ধদের সহায়তায় শিক্ষার্থীরা


প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

চলমান রাজনৈতিক সহিংসতায় পেট্রল বোমায় অগ্নিদগ্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২০ জন রোগীর মাঝে টিফিনের টাকা বাঁচিয়ে আর্থিক সহায়তা দিয়েছে আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার কলেজের অধ্যক্ষ প্রফেসর কে. এম. হাসিনুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীরা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তারা প্রত্যেককে ১২শ টাকা করে সহায়তা দেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মারুফুল ইসলাম, আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের কর্মকর্তা মোস্তফা আহমেদ, মো. ফজলুল হক, মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ সোমানী ও কলেজের শিক্ষকরা।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।