প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রাণ গেল তরুণীর


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৩ নভেম্বর ২০১৬

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাভারে বখাটের ছুরিকাঘাতে আহত পোশাক শ্রমিক কল্পনা আক্তার (২৩) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ নাসির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রচুর রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তার মাথায় এলোপাতারি কোপানো হয়েছিলো। দুই হাতের দুটি রগও কেটে দেয়া হয়েছিলো।

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় বুধবার সকালে  সিরাজুল নামে এক বখাটে যুবক কর্মস্থলে যাওয়ার পথে ওই পোশাক শ্রমিককে ছুরিকাঘাত করে। সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ হামলার ঘটনার পরপরই বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে জনতা।

নিহত কল্পনা আক্তার স্থানীয় অ্যাপারেলন্স ফোর নামে একটি কারখানার কোয়ালিটি ইনচার্জ।

এ বিষয়ে কল্পনার মা সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে তার মেয়েকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী যুবক সিরাজুল। বারবার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে কল্পনাকে ছুরিকাঘাত করে সিরাজুল। কল্পনার চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলো।

সাভারের সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, অভিযুক্ত সিরাজুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।  

আল-মামুন/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।